চন্দন কুমার মন্ডল
ডোমকল মহকুমা তথা মুর্শিদাবাদ জেলার শিক্ষা-সংস্কৃতির অন্যতম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান। আজ থেকে ১২৫ বছর আগে যে বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল আজ তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীগণ দেশ-বিদেশের নানা প্রান্তে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতি, চিকিৎসা শাস্ত্র, প্রশাসন ইত্যাদি নানা ক্ষেত্রে তাদের প্রতিভার উজ্জ্বল কৃতিত্ব স্থাপন করে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন ডোমকল ভবতারণ উচ্চ বিদ্যালয়ের আরেকটি শিক্ষাবর্ষের প্রাক্কালে শিক্ষক- শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত যে অতীতের ঘটনাবহুল বছরের মত বর্তমান শিক্ষাবর্ষও একটি ইতিবাচক সংযোজন হবে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে ছাত্রদের কল্যাণে অবদান রাখার চেষ্টা করব।
1st Summative Evaluation will start form 04/04/2025. For details see exam. notice.
STUDENT
TEACHERS
COURSES
LAB
V
VI
VII
VIII
IX
X
CREATED BY M TECH SOLUTATION +91 9734771626, +91 7001991810